চরফ্যাশনে ফার্মেসি ব্যবসায়ীর লাশের সঙ্গে পাওয়া মোবাইল ফোনের মালিক শনাক্ত করেছে পুলিশ। গতকাল মোবাইল ফোন ব্যবহারকারীর তথ্য মিলেছে বলে জানিয়েছেন শশীভুষণ থানার পুলিশ।
ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম (বার) বলেন, ‘নিহতের সঙ্গে পাওয়া স্মার্টফোনটি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আব্দুল মান্নান মাঝির ছোট ছেলের স্ত্রীর চুরি হওয়া ফোন হিসেবে শনাক্ত হয়েছে। যেদিন লাশ উদ্ধার করা হয় সেই একই দিনে চুরির ঘটনাও ঘটেছে, সেই স্পটগুলোও পরিদর্শন করেছি।