ঢাকার কদমতলী, ডেমরা ও কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক পাখা, ওষুধ এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বিষয়টি জানান।
তিনি আরো জানান, বৃহস্পতিবার ঢাকার কদমতলী, ডেমরা, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাব-১০ সহায়তা করে।