বঙ্গবন্ধুর নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে না বলে জানালেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর পানি ভবন মাল্টিপারপাস হলে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনামুল হক শামীম বলেন, ‘বঙ্গবন্ধু হচ্ছেন পৃথিবীর ইতিহাসে একমাত্র নেতা, যিনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি না হয়েও যা বলতেন, তৎকালীন পূর্ব বাংলার সাড়ে সাত কোটি মানুষ তাই করতেন।