ঢাকা, বুধবার ০৬ আগস্ট ২০২৫
২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৭

ঢাকা, বুধবার ০৬ আগস্ট ২০২৫
২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৭
সংক্ষিপ্ত

রমজানের পাঁচ পণ্য বিক্রি শুরু টিসিবির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রমজানের পাঁচ পণ্য বিক্রি শুরু টিসিবির

আসন্ন রমজান উপলক্ষে এবার এক কোটি কার্ডধারী পরিবারের কাছে দুই কিস্তিতে পাঁচটি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে টিসিবির  প্রথম পর্বের এই বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘প্রতি মাসে দেশের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি বিক্রি করা হচ্ছে।

পবিত্র রমজান উপলক্ষে এর সঙ্গে ছোলা এবং ঢাকা সিটিতে খেজুর বিক্রি করা হচ্ছে।’ বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষকে সহায়তা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করছে। দেশব্যাপী নিয়োজিত ডিলাররা কার্ডধারীদের মধ্যে এসব পণ্য বিক্রি করছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

অস্ত্র মামলায় ‘দুই মাদক ব্যবসায়ী’ রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
অস্ত্র মামলায় ‘দুই মাদক ব্যবসায়ী’ রিমান্ডে

রাজধানীর কামরাঙ্গীর চর থানা এলাকায় অস্ত্র, ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ‘দুই মাদক ব্যবসায়ী’কে অস্ত্র আইনের মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আসামিরা হলেন মো. কামাল ওরফে বাবুল আকন্দ ও মো. সাজিম। আদালত সূত্রে জানা গেছে, গতকাল কামাল ও সাজিমকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীর চর থানার উপপরিদর্শক আব্দুর রহমান তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

রাজধানীতে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীতে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার

রাজধানীর বংশালে বাসায় কাজের প্রস্তাব দিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে সূত্রাপুর ও কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. রাশেদুজ্জামান (৪২), আলমগীর হোসেন (৬৫) ও আব্দুল জলিল (৬৯)। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আদালতে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

 

মন্তব্য

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে জাতীয় পার্টির এক নেতার বাসায় অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। একই সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জি এম কাদের যেসব নেতাকে বিনা নোটিশে বহিষ্কার করেছিলেন, তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

তাঁদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়, কাজী মামুনুর রশীদ, নুরুল ইসলাম মিলন, জাহাঙ্গীর আলম পাঠান ও ইয়াহইয়া চৌধুরী।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, নাজমা আখতার, মেজর (অব.) রানা মো. সোহেল, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূঁইয়া ও আরিফুর রহমান খান।

 

 

মন্তব্য
আমীর খসরু

সাংবাদিকদের দলীয় নয় মানুষের কণ্ঠস্বর হতে হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
সাংবাদিকদের দলীয় নয় মানুষের কণ্ঠস্বর হতে হবে

সাংবাদিকদের দলীয় নয়, বরং মানুষের কণ্ঠস্বর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আমীর খসরু বলেন, ‘বিএনপির সাংবাদিক হবেন না। আপনারা দেশের সাংবাদিক হোন, বাংলাদেশের জনগণের সাংবাদিক হোন, মানুষের সাংবাদিক হোন।

এটাই হচ্ছে নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা। সাংবাদিকতার নামে যারা স্বৈরাচারের পক্ষে দাঁড়ায়, তারা আসলে সাংবাদিক না। যারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে ব্যক্তি ও দলের পক্ষে অবস্থান নেয়, তারা সাংবাদিকতার সংজ্ঞার মধ্যে পড়ে না। তারা হয়ে গেছে দলীয় কর্মী।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।

শেখ হাসিনার সময়ে সাংবাদিকতার ভূমিকা তুলে ধরে আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনার প্রেস কনফারেন্স শেষে যে সাংবাদিকরা জনগণের কথা না তুলে ধরে স্বৈরাচারের কথা তুলে ধরেছে, তারা কি সাংবাদিক? তারা তো সাংবাদিকতার মান-সম্মান নষ্ট করেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারেক রহমান সাহেবকে বিদ্রুপ করে একটা কার্টুন ছাপানো হয়েছিল। সবাই ভেবেছিল এই সাংবাদিক বিপদে পড়বে।

কিন্তু হলো উল্টো।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা সত্যিকারের সাংবাদিকতা চাই, নিরপেক্ষতা চাই। সাংবাদিকদের পেশাগত মানদণ্ড অক্ষত রাখতে হবে। এটাই হবে নতুন বাংলাদেশের শপথ।’

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ