ঢাকা, মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৭

২৪ ঘণ্টায় ডেঙ্গু পরিস্থিতি

শেয়ার
২৪ ঘণ্টায় ডেঙ্গু পরিস্থিতি

মৃত্যু ০

হাসপাতালে ভর্তি ৭ জন

বর্তমানে হাসপাতালে

৩১ জন

চলতি বছর এ পর্যন্ত

মৃত্যু ৯ জন

হাসপাতালে ভর্তি ৭৭৬ জন

সুস্থ ৭৩৬ জন

মন্তব্য

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুদিনের সফরে ঢাকায় আসবেন আগামী ২৩ আগস্ট। দীর্ঘ একযুগ পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। সর্বশেষ ২০১২ সালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সরকারি সফরে এসেছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২৪ আগস্ট ইসহাক দার বাংলাদেশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।

এই সফরকে কেন্দ্র করে গত ১৬ ও ১৭ এপ্রিল ঢাকা সফরে এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। ওই সময় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

 

 

মন্তব্য

আরব আমিরাতে বন্দি ২৬ বাংলাদেশির মুক্তির দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আরব আমিরাতে বন্দি ২৬ বাংলাদেশির মুক্তির দাবি এনসিপির

বাংলাদেশে গত বছরের জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স। গতকাল সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো-অর্ডিনেটর তারিক আদনান মুন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলমসহ বন্দি প্রবাসীদের পরিবারের সদস্যরা।

বক্তব্যে মুন বলেন, ‘সহিদুল আলম, মন্সুর আহমেদ, নুর হাসান—এই নামগুলো কেবল পরিসংখ্যানই নয়, এক-একটি পরিবারের কষ্টের গল্প। ২৬ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক গত বছরের জুলাই মাসে বাংলাদেশের গণ-আন্দোলনের সময় সংহতি জানিয়ে শান্তিপূর্ণভাবে একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ নেই। তবু তাঁরা ৮-৯ মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বন্দিশালায় আটক রয়েছেন।

মন্তব্য

কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হবে আজ

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি প্রতিনিধি
শেয়ার
কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হবে আজ

সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙামাটির কাপ্তাই বাঁধের গেট গতকাল দুপুরে না খুলে আজ মঙ্গলবার সকাল ৯টায় খোলা হবে। গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদুল হাসান।

তিনি জানান, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৭.৪৯ এমএসএল (মিনস সি লেভেল)। সোমবার দুপুরে বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার কথা ছিল।

কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেটা না করে আজ সকাল ৯টায় খোলা হবে।

এর আগে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেকে পানি বিপত্সীমায় পৌঁছেছে। সোমবার বিকেল ৩টায় কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে তুলে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে।

একই সঙ্গে জানানো হয়, কেন্দ্রের পাঁচটি ইউনিট হতে সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এ বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ড আরো ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

তিনি আরো জানান, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের (জলকপাট) গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।

তবে জরুরি পরিস্থিতিতে এর আগে যেকোনো সময় স্পিলওয়ের গেট খুলে পানি ছেড়ে দেওয়া হতে পারে।

 

মন্তব্য

জাপার রাঙ্গাসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জাপার রাঙ্গাসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, তাঁর ছেলে রাফাত রহমান জিতু, মেয়ে মালিহা তাসনিম জুঁই এবং পুত্রবধূ শাকিলা খানম কাকনসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন কুমিল্লা-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও স্ত্রী সাদিয়া সাবা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা এবং তাঁর স্ত্রী লিপিকা ভদ্র, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খান, তাঁর স্ত্রী বিজলী রায়, মেয়ে ঈশিতা সাধু খান ও নৈঋতা সাধু খান, সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদ ও তাঁর স্ত্রী তারানা আহম্মেদ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ