বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা, কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক এম এ সামাদ বলেছেন, দেশে কিডনি বিকল রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই রোগে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় প্রতি ১০০ জনে ১০ জন চিকিৎসা চালিয়ে যেতে পারেন। বাকিরা থাকছেন চিকিৎসার বাইরে। তাই সবার জন্য কিডনি স্বাস্থ্য নিশ্চিত করতে হলে ডায়ালিসিস ও কিডনি সংযোজন বীমার আওতায় আনতে হবে।
ডায়ালিসিস ও কিডনি সংযোজন বীমার আওতায় আনতে হবে
নিজস্ব প্রতিবেদক

গতকাল বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে শোভাযাত্রা বের করে ক্যাম্পস। শোভাযাত্রা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অধ্যাপক এম এ সামাদ।
দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে ক্যাম্পস। এর মধ্যে আছে স্বল্প মূল্যে কিডনি স্ক্রিনিং, পথচারীদের টি-শার্ট বিতরণ।
একই দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক নেফ্রোলজি (শিশু কিডনি) বিভাগের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।
সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনে যাওয়া প্রবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়মের অভিযোগ করেছে উপসাগরীয় স্বাস্থ্য কাউন্সিল অনুমোদিত মেডিক্যাল সেন্টারের মালিকরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেডিক্যাল সেন্টারের মালিকদের সমন্বয়কারী মেজবাহ উদ্দিন সাঈদ। তিনি বলেন, ‘একটি চক্র উপসাগরীয় স্বাস্থ্য কাউন্সিলের সফটওয়্যার ম্যানিপুলেশন করে নিজের পছন্দের সেন্টারে স্লিপ তুলে অন্যদের বঞ্চিত করছে।

অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে হতাশ করেছে : আসক
নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে হতাশ করেছে বলে মন্তব্য করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, দেশে এখনো নির্বিচারে গ্রেপ্তার চলছে, হেফাজতে মৃত্যু ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, যা আগের সরকারের আচরণের পুনরাবৃত্তি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির কারণে নাগরিকের নিরাপত্তাবিষয়ক উৎকণ্ঠাও রয়েছে।
গতকাল বৃহস্পতিবার আসকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

জুলাই ঘোষণাপত্র সংশোধনের আহ্বান জামায়াতে ইসলামীর
বিশেষ প্রতিনিধি

জুলাই ঘোষণাপত্র সংশোধনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এক আলোচনাসভায় এই আহ্বান জানান।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ২০০৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ‘ছাত্র-শিক্ষক-জনতার অবদান ও করণীয়’ শীর্ষক এই আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ লুকিয়ে আছে।
জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা-চেতনার প্রকাশ ঘটেছে বলে রাজনীতির ময়দানে গুঞ্জন উঠেছে—সভায় এমন মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, ‘জাতি জুলাই বিপ্লবের অপেক্ষায় ছিল। দেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে লিপিবদ্ধ থাকবে। তবে শত শত মানুষের রক্ত ও জীবন যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে।

বেবিচক চেয়ারম্যান
বিমানবন্দরের আশপাশে ৫২৫ অবৈধ ভবন
নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে নির্ধারিত নো-ফ্লাই জোনে অন্তত ৫২৫টি উচ্চ ভবন অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক/সিএএবি) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তাফা মাহমুদ সিদ্দিক। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় সিএএবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব ভবন সিভিল এভিয়েশনের পূর্বানুমতি ছাড়াই নির্মিত হয়েছে, যা বিমান চলাচলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বেবিচকের ভবন ভাঙার ক্ষমতা নেই। আমরা এ বিষয়ে রাজউককে একাধিকবার চিঠি দিয়েছি।
প্রথমে সংবাদ সম্মেলনে সিএএবি চেয়ারম্যান অননুমোদিত ভবনের সংখ্যা ২৬৩ বলে উল্লেখ করেন। পরে সংবাদমাধ্যমকে সংশোধিত তথ্য দিয়ে জানান, প্রকৃত সংখ্যা ৫২৫।
সম্প্রতি উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।