আসন্ন রমজান উপলক্ষে এবার এক কোটি কার্ডধারী পরিবারের কাছে দুই কিস্তিতে পাঁচটি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে টিসিবির প্রথম পর্বের এই বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘প্রতি মাসে দেশের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি বিক্রি করা হচ্ছে।