খেলাপি ঋণ কমাতে প্রচলিত নীতিমালায় আরো ছাড় দেওয়া হয়েছে। এটি শুধু রুগণ শিল্পের উদ্যোক্তারা নিতে পারবেন। রুগণ শিল্পের যেসব উদ্যোক্তার ৫০ লাখ টাকার বেশি ঋণ আছে, সমন্বয় করার ক্ষেত্রে তাঁরা এখন আরো ছাড় পাবেন।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সুদ মওকুফ করার পর যে ঋণ স্থিতি থাকবে তার বিপরীতে ব্যাংকের কস্ট অব ফান্ড হার এবং এর চেয়ে কম সুদ আরোপ করার বিধান রয়েছে।