নারায়ণগঞ্জের ফতুল্লায় সম্পত্তি গ্রাস করতে ডাকাতির নাটক সাজিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে (৭২) খুন করিয়েছেন তাঁরই ছেলে। খুনি ভাড়া করে বাসায় ডেকে এনে ঘুমন্ত বাবার পা চেপে ধরেন ছেলে মাসুদ, আর বালিশচাপায় শ্বাসরোধে হত্যা করেন ভাড়াটে খুনি রুবেল।
গ্রেপ্তারকৃত রুবেলের জবানবন্দি পেয়ে গতকাল দুপুরে পিবিআইয়ের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগের দিন শনিবার ঢাকার যাত্রাবাড়ী থেকে অটোরিকশাচালক খুনি রুবেলকে গ্রেপ্তার করা হয়।
এইচ এম মাসুদ (৪২) তাঁর বাবার একমাত্র ছেলে। দুই বোনকে ঠকিয়ে একাই বাবার সম্পত্তি গ্রাস করার জন্য পাঁচ লাখ টাকায় রুবেলকে (২৭) ভাড়া করেন তিনি।
গত ১ ফেব্রুয়ারি সকালে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মাওলাবাজার এলাকায় নিজ বাসা থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় মাসুদ দাবি করেন, একদল ডাকাত রাতে বাসায় ঢুকে তাঁর হাত, পা ও মুখ বেঁধে, বৃদ্ধ বাবাকে খুন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন নিহতের জামাতা।
পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে আসামি রুবেল বলেছেন, হত্যাকাণ্ডের পর রক্তচাপ মাপার যন্ত্রের সাহায্যে বাবার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হন। পরে ডাকাতির নাটক সাজাতে মাসুদকে পাটের দড়ি দিয়ে হাত-পা এবং গামছা দিয়ে মুখ বেঁধে রেখে যান রুবেল।