রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে পরীক্ষামূলভাবে নাগরিক ভূমি সেবা কেন্দ্র (কাস্টমার সার্ভিস সেন্টার) চালু করা হয়েছে। এখান থেকে নাগরিকরা সরাসরি আইনি পরামর্শ ও ই-নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা নিতে পারবে। গতকাল মঙ্গলবার ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬১২২ নম্বরে কল করে ভূমিসেবা গ্রহণের পাশাপাশি এখন নাগরিকরা সরাসরি ভূমি সেবা কেন্দ্র থেকেও বিভিন্ন আইনি পরামর্শ ও সেবা নিতে পারবে।
ভূমি মন্ত্রণালয়ের সার্ভিস পেজ ‘ভূমিসেবা Land Service’ ও ফেসবুক পেজে (www.facebook.com/land.gov.bd) মন্তব্য কিংবা মেসেজ (বার্তা) পাঠিয়েও নাগরিকরা সেবা পেতে কিংবা অভিযোগ জানাতে পারবে।