বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় দ্রব্যমূল্য স্বাভাবিকভাবেই কিছুটা বাড়বে। তবে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে।
গতকাল রবিবার দুপুরে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন কর্নারে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।