ঢাকার চিত্রকলা শিল্প মহলে সাইফুদ্দিন আহমেদ সমঝদার ও সংগ্রাহক হিসেবেই বেশি পরিচিত। তবে স্বশিক্ষিত এই শিল্পী এক যুগ ধরে নিজেও আঁকছেন। তাঁর আঁকা ছবিগুলো থেকে বাছাই করা ৮৯টি নিয়ে রাজধানীর শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হয়েছে প্রথম একক চিত্র প্রদর্শনী।
চিত্রকলায় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সাইফুদ্দিন আহমেদের নেই।
তবে অনেক শিল্পীর কাজ আছে তাঁর সংগ্রহে। খুব কাছে থেকে দেখেছেন বিখ্যাত শিল্পীদের নির্মাণকৌশলও। শিল্পীদের সান্নিধ্য থেকে পাওয়া এই পাঠ নিয়ে এঁকেছেন অনেক ছবি। দেশে-বিদেশের প্রদর্শনীতে ঠাঁইও পেয়েছে তাঁর কিছু সৃষ্টি। এবার হচ্ছে তাঁর একক চিত্র প্রদর্শনী।
গতকাল রবিবার সন্ধ্যায় ‘স্বপ্নের উত্থান’ নামের প্রদর্শনীর উদ্বোধন করেছেন শিল্পী অধ্যাপক নিসার হোসেন ও শিশির ভট্টাচার্য। অনুষ্ঠানে শিল্পী নিসার হোসেন বলেন, সাইফুদ্দিন নিজেকে প্রচলিত ছবি আঁকার ছাঁচে ফেলেননি। অনেক সময়ই শিল্পীদের প্রবণতা থাকে যে ধরনের ছবি বেশি বিক্রি হয় সে ধরনের ছবি আঁকা।
সাইফুদ্দিন সে পথে হাঁটেননি। বরং নিজের অনুভূতিকে গুরুত্ব দিয়ে ক্যানভাসে প্রকাশ ঘটিয়েছেন।
শুভেচ্ছা বক্তব্যে শিল্পী সাইফুদ্দিন আহমেদ জানান, বন্ধু শিল্পী গৌতম চক্রবর্তী তাঁকে ছবি আঁকতে প্রেরণা যুগিয়েছেন। গৌতমের গ্যালারি কায়ার বিভিন্ন কর্মশালায় ঘুরে ছবি আকার প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি।
শিল্পী শিশির ভট্টাচার্য বলেন, ‘সাইফুদ্দিন আহমেদ ভালো লাগা থেকে শিল্পী হয়ে উঠেছেন।
আর্টে ভুলটাও কখনো কখনো আশীর্বাদ হয়ে দেখা দেয়। নতুন পথের সৃষ্টি করে। প্রাতিষ্ঠানিক শিল্পীরা কখনো ভুল করেন না। তাঁর ছবিতে ব্যাকরণের বদলে সাবলীলতার প্রকাশ দেখি, যা তাঁকে মুক্ত শিল্পের পথে নিয়ে গেছে।’
পেশায় উন্নয়নকর্মী সাইফুদ্দিন মূলত ক্যানভাসে অ্যাক্রেলিকে গড়ে তুলেছেন শিল্পের ভুবন। পেনসিল স্কেচ, ব্রাশ, কালি এবং লিনোকাটও তাঁর পছন্দের মাধ্যম। এই প্রদর্শনী চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।