kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০২২ । ২২ অগ্রহায়ণ ১৪২৯ । ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪

আওয়ামী লীগ নেতার চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগ নেতার চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরাচিথুলিয়া গ্রামের ডেমরা সড়কে গতকাল চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ করে এলাকাবাসী। ছবি : কালের কণ্ঠ

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিউর রহমান শফি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলার জেলে সম্প্রদায়সহ এলাকাবাসী। গতকাল শুক্রবার সকালে উপজেলার চরাচিথুলিয়া গ্রামের ডেমরা সড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে সেলিম মণ্ডল, আফজাল মণ্ডলসহ কয়েকজন বিক্ষোভকারী বলেন, জেলেরা নদীতে মাছ ধরতে নামলেই তাঁদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা নেয় আওয়ামী লীগ নেতা শফির পেটোয়া বাহিনী। তাদের অত্যাচারে জেলে সম্প্রদায় ও এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ।

বিজ্ঞাপন

তাই চাঁদাবাজি বন্ধের ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

 সাতদিনের সেরা