দিনাজপুরের চিরিরবন্দরে মায়ের কাছে দৌড়ে যাওয়ার সময় ট্রাকের চাকার নিচে পড়ে তিন বছরের শিশু সিয়াম পা হারিয়েছে। ভোলায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত :
ভোলা : পৃথক সড়ক দুর্ঘটনায় ভোলায় ওমানপ্রবাসী মো. শাকিল (২১) ও মো. সুমন (২৮) নামের দুই যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সুমন শনিবার রাত সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন উপজেলার একটি বাজার থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।
উদয়পুর রাস্তার মাথা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রফিকুল ইসলাম ও মো. রাসেল।
নিহত সুমনের মামা মো. শরিফুল ইসলাম জানান, সুমন ২০ দিন আগে ওমান থেকে বিয়ে করার উদ্দেশ্যে দেশে এসেছিলেন।
তাঁর মৃত্যুতে থেমে গেল সব আয়োজন।
ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি পুলিশ জব্দ করলেও চালক ও সহকারী পালিয়েছেন।
পৃথক দুর্ঘটনায় শনিবার রাত সাড়ে ১০টায় ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদরাসা বাজার এলাকায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে মো. শাকিল নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু সুমন আহত হয়েছেন।
ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির জানান, স্থানীয়দের সহায়তায় পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
বরিশাল : পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের গাড়িবহরের একটি বাইক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রাসেল (৩২) নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টায় নগরীর চাঁদমারী এলাকায় দুর্ঘটনাটি ঘটলে ওই দিন রাত ৯টায় ঢাকায় চি?কিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জয়পুরহাট : কালাই উপজেলার বালাইট মোড়ে তিন মোটরসাইকেলের সংঘর্ষে আতিকুর রহমান (৩০) নামের এক আরোহী নিহত ও তিনজন আহত হয়েছে। রবিবার দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার বালাইট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর (নওগাঁ) : মহাদেবপুরে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে সাজ্জাদ আলী আকন্দ (৫০) নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাট চকগৌরী এলাকায় পীড়ার মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
সিলেট : দক্ষিণ সুরমা উপজেলায় বাসচাপায় নুরুল আমিন রুবেল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
দিনাজপুর : চিরিরবন্দরে মায়ের কাছে দৌড়ে যাওয়ার সময় ট্রাকের চাকার নিচে পড়ে তিন বছরের শিশু সিয়ামের ডান পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বাঁ পা হাঁটুর নিচে মারাত্মকভাবে ভেঙে গেছে। রবিবার সকাল ১১টায় উপজেলার বেলতলী বাজারে শিশুটি হঠাৎ দৌড় দিলে ট্রাকচালক চেষ্টা করেও দুর্ঘটনা এড়াতে পারেননি।