kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

‘বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ স্মারক ডাকটিকিট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতিসংঘে বাংলা ভাষায় ভাষণের ৪৮ বছর পূর্তি উপলক্ষে ‘বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড এবং বিশেষ সীলমোহর প্রকাশ করেছে ডাক অধিদপ্তর। গতকাল শুক্রবার রাজধানীর ডাক ভবন মিলনায়তনে ১০ টাকা মূল্যমানের ডাকটিকিট এবং ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড ও সিলমোহরও প্রকাশ করেন তিনি। এ সময় ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় বঙ্গবন্ধুর ভাষণ প্রদানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

 সাতদিনের সেরা