kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

‘শিক্ষার মানোন্নয়নে চাই অভিন্ন প্ল্যাটফরম’

নিজস্ব প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষার মানোন্নয়নে একটি অভিন্ন প্ল্যাটফরম গড়ে তুলতে হবে। সবাইকে সিলেবাস প্রণয়ন, প্রযুক্তিগত কাঠামো এবং কনটেন্ট নির্মাণে সমন্বিতভাবে কাজ করতে হবে। গতকাল ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ‘এশিয়ান সামিট অন এডুকেশন অ্যান্ড স্কিলস’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়তে আরো পুঁজি বিনিয়োগ করতে হবে।

বিজ্ঞাপন

এ জন্য একটি শিক্ষা সহায়তা ফান্ড তৈরি করা যেতে পারে। এ অঞ্চলের শিশুরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। তাই এ অঞ্চলে নিবিড়ভাবে কাজ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি।

 সাতদিনের সেরা