kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

মোটরসাইকেল চলাচলে বিধি-নিষেধ বাড়ানোর তাগিদ সওজের

নিজস্ব প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমহাসড়কে দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চলাচলে বিধি-নিষেধ বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সম্মেলনকক্ষে সড়কে নিরাপত্তাসংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধেও আলোচনা করা হয়। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের হার অর্ধেকে নামিয়ে আনা, সড়কে শৃঙ্খলা জোরদার, দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা নিয়েও আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

সভায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তারা বলেন, মহাসড়কে মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে যেসব নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো যেন কোনো সময় শিথিল করা না হয়। মোটরসাইকেল বিক্রির সময় চালকের লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।

 সাতদিনের সেরা