ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে কক্সবাজারে যাওয়ার পথে চকরিয়ায় বাসচাপায় জাহিদ হোসেন (৩২) নামে তরুণ এক চিত্রগ্রাহক নিহত হয়েছেন। রাজবাড়ী ও পাবনায় পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন মোটরসাইকেল আরোহী। এ ছাড়া ময়মনসিংহ ও শেরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত—
চকরিয়া (কক্সবাজার) : গতকাল ভোর সাড়ে ৬টায় বৃষ্টির মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের কাছে বিপরীতমুখী বাসচাপায় প্রাণ হারান চিত্রগ্রাহক জাহিদ হোসেন।
তবে তাঁর পাশে অন্য একটি মোটরসাইকেলে থাকা আরেক চিত্রগ্রাহক নাঈম ফুয়াদ বেঁচে গেছেন। চকরিয়ার বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মো. মুরশেদুল আলম ভূঁইয়া কালের কণ্ঠকে জানান, বৃষ্টির ভেতর একটি কাভার্ড ভ্যানকে ওভারটেকের চেষ্টা করছিল বাইকটি। সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে বাইকটি। এ সময় ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহিদ। দুমড়েমুচড়ে যায় বাইকটিও। তবে অন্য আরোহী প্রাণে বেঁচে যান। নিহত জাহিদ খুলনার খালিশপুরের মো. ফারুক হোসেনের ছেলে। তিনি আরো জানান, দুর্ঘটনায় পতিত যাত্রীবাহী বাস ও বাইকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।
জাহিদের মৃত্যুতে শোক প্রকাশ করে নাট্যনির্মাতা অনন্য ইমন বলেন, ‘বিনোদন জগতে ক্যামেরার পেছনে কাজ করার পাশাপাশি ভ্রমণপিপাসু ছিলেন জাহিদ হোসেন।’
এদিকে জাহিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নির্মাতা ও শিল্পীরা।
রাজবাড়ী : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা ও কালুখালীতে শমসের আলী (৩০) ও হাসান আলী (৩৫) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে পাংশার গোপালপুরে ট্রাকচাপায় ও দুপুরে কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় দুর্ঘটনা দুটি ঘটে। উভয় দুর্ঘটনায়ই ট্রাক ও বাসের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ভাঙ্গুড়া (পাবনা) : পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাঈম হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মণ্ডুতোষ ইউনিয়নের রামচন্দ্রপুর মল্লিকচক প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাঘাবাড়ী-টেবুনিয়া সড়কে দুর্ঘটনাটি ঘটে।
গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মনু মীর (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৮টায় গফরগাঁও-ভালুকা সড়কের ধোপাঘাট এলাকায় এ দুর্ঘটনার পর আহত মনু মীরকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শেরপুর : জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে ঢাকাগামী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মজনু পাগল (৬২) নিহত এবং তিন যাত্রী আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।