kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ থেকে অভিযান ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক   

১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে আজ রবিবার থেকে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ১০টি অঞ্চলে ১০টি টিম এই অভিযান চালাবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এডিসের লার্ভা পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

গতকাল শনিবার সকালে রাজধানীর উত্তরায় এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারাভিযানে মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান। মেয়র বলেন, বাসাবাড়ি-অফিসে জমে থাকা পানিতে এডিসের লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই বাড়িতে লার্ভার চাষ করে শাস্তি না পেয়ে লার্ভার উৎস ধ্বংস করে পুরস্কৃত হোন।

 সাতদিনের সেরা