kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

‘শিশুমৃত্যু কমিয়ে এসডিজি অর্জন করব’

মানিকগঞ্জ প্রতিনিধি   

১৪ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘শিশুমৃত্যু কমিয়ে এসডিজি অর্জন করব’

জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে হাজারে ৩২ জন নবজাতক শিশুর মৃত্যু হয়। আমাদের লক্ষ্য সেটা ১২ জনে নামিয়ে আনা। সে জন্য এরই মধ্যে ৫০টি হাসপাতালে নবজাতক শিশুদের বিশেষ সেবা ইউনিট (স্ক্যানু) স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা হাসপাতালে স্ক্যানু স্থাপন করা হবে।

বিজ্ঞাপন

যার মাধ্যমে শিশুমৃত্যুর হার কমে যাবে এবং এসডিজি অর্জন করতে পারব। ২৫০ শয্যার মানিকগঞ্জ জেলা হাসপাতালে স্ক্যানু উদ্বোধনের সময় গতকাল শনিবার সকালে তিনি একথা বলেন। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা