kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

গাজীপুরের আবাসন কেন্দ্র থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১১ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরে নারী, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসনকেন্দ্র থেকে বাকপ্রতিবন্ধী এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে ওই আবাসনকেন্দ্রের ভেতরের টয়লেট থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত তরুণী জেলার শ্রীপুর থানার ধর্ষণ ঘটনার ভিকটিম ছিলেন। পুলিশ ও আবাসনকেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার ভোরে হেফাজতিদের নিরাপদ আবাসনকেন্দ্রের তৃতীয় তলার টয়লেটে একটি রডের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশটি দেখতে পায় অন্য নিবাসীরা।

বিজ্ঞাপন

পরে বাসন থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।সাতদিনের সেরা