kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

কর্মহীন নারীকে সেলাই মেশিন

জীবননগর হাসপাতালে সিলিং ফ্যান প্রদান

খুলনা অফিস ও জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেকর্মহীন নারীকে সেলাই মেশিন

বসুন্ধরা গ্রুপের সহায়তায় খুলনায় গৃহবধূ রওশন আরাকে সেলাই মেশিন দিয়েছেন কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা। ছবি : কালের কণ্ঠ

খুলনায় গৃহ ও কর্মহীন রওশন আরাকে (৩২) সেলাই মেশিন দিয়েছেন কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা। বসুন্ধরা গ্রুপের সহায়তায় গতকাল সোমবার দুপুরে জেলার কয়রা উপজেলায় এ সহায়তা প্রদান করা হয়।

কয়রা উপজেলা পরিষদ অডিটরিয়ামে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে এ সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, কয়রা থানার ওসি এ বি এম এস দোহা, কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খান, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, স্বেচ্ছাসেবক লীগ নেতা জি এম আক্তারুল ইসলাম সৌরভ, শুভসংঘের সদস্য ওবায়দুল কবির সম্রাট প্রমুখ।

বিজ্ঞাপন

সহায়তা পাওয়া রওশন আরা দক্ষিণ বেদকাশী গ্রামের ইকবাল খানের স্ত্রী। স্বামী ইটখোলার শ্রমিক। দুই কন্যাসন্তানের জননী রওশন আরার অভাবের সংসারে খাবার জোটে না। নিজের জায়গা-জমি না থাকায় মাথা গোঁজার ঠাঁইও নড়বড়ে। কোনো রকমে দিন কাটে তাঁদের।

সেলাই মেশিন হাতে আপ্লুত রওশন আরা বলেন, ‘এখন এটকা পথ হইল। কিছু কইরে খেতে পারব। মেয়ে দুইডারে ঠিকমতো খাবার দিতে পারি না। ’

সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু শুভসংঘের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, একজন প্রকৃত অসহায় মানুষ খুঁজে তার কাছে সহায়তা পৌঁছে দেওয়া নিঃসন্দেহে একটি মানবিক কাজ। আমাদের নতুন প্রজন্মকে সমাজের কাজে এগিয়ে আসতে হবে।

এদিকে শুভসংঘের জীবননগর উপজেলা শাখা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি সিলিং ফ্যান প্রদান করেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিকভাবে ফ্যানগুলো প্রদান করা হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের বারান্দাটিও এখন নিয়মিত রোগীর বেডে পরিণত হয়েছে। অসহনীয় গরমে রোগীদের দুর্দশা আরো বেড়ে যায়। কালের কণ্ঠের শুভসংঘ হাসপাতালে রোগীদের এ দুর্দশা লাঘবে কিঞ্চিৎ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। জীবননগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিমা আকতারের কাছে শুভসংঘের জীবননগর উপজেলা কমিটির সভাপতি সালাউদ্দিন কবির রোগীদের জন্য দুটি সিলিং ফ্যান হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সুলতানা লাকী।সাতদিনের সেরা