kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

মাদারীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর   

৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাদারীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কালের কণ্ঠ শুভসংঘ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার শহরের শকুনি এলাকায় অবস্থিত সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে কৃষ্ণচূড়াগাছ লাগিয়ে কর্মসূচি উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন।

‘দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’—এ স্লোগানকে সামনে রেখে কর্মসূচি উদ্বোধনের পর স্থানীয়দের মধ্যে আম, জাম, লিচু, পেয়ারা, কাঁঠাল, আমলকীসহ বিভিন্ন ফলের গাছ বিতরণ করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, ‘শুভসংঘ মানুষের জন্য কাজ করে। এটা খুবই ভালো। এ জন্য আমার পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে। ’

পরে শুভসংঘের কার্যালয়ে সংগঠনের নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শুভসংঘের মাদারীপুর জেলা সভাপতি এস এম আরাফাত হাসানের সভাপতিত্বে সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শুভসংঘের উপদেষ্টা ডা. মোহাম্মদ সোহেল-উজ্জামান ও আয়েশা সিদ্দিকা আকাশী।

 সাতদিনের সেরা