kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

ভালুকায় ভিটামাটি রক্ষার দাবিতে মিছিল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভালুকায় ভিটামাটি রক্ষার দাবিতে মিছিল

ইকোপার্ক না করার দাবিতে ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নে গতকাল গ্রামবাসী বিক্ষোভ মিছিল করে। ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বসতভিটা রক্ষায় ইকোপার্ক না করার দাবিতে মিছিল করেছে হাজারো নারী-পুরুষ। গতকাল শুক্রবার বিকেলে হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় থেকে ঝাড়ু হাতে বিক্ষোভ প্রদর্শন করে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় এসে অবস্থান নেয়।

বিক্ষোভকারীরা জানায়, বন বিভাগ এক হাজার ৭১ একর জমি নিয়ে একটি ইকোপার্ক নির্মাণের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত ইকোপার্কের ভেতর কয়েক হাজার মানুষের বসতবাড়ি রয়েছে।

বিজ্ঞাপন

বংশপরম্পরায় তারা ওই জমিতে বসবাস করে আসছে। পার্ক হলে বাপ-দাদার ভিটামাটি থেকে উচ্ছেদ হবে তারা। তাই প্রস্তাবিত ওই পার্কের কার্যক্রম বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছে তারা। এর আগে তারা একই দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে।

ওই সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মো. নিপুন, উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল হোসেন খোকন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহাবুবুল আলম প্রমুখ।সাতদিনের সেরা