kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

ঢাবির ‘ক’ ইউনিটে প্রথম তিনজনই পেলেন একই নম্বর

ঢাবি সংবাদদাতা   

৫ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া পরীক্ষার্থী একই নম্বর পেয়েছেন।

গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এ ফল ঘোষণা করেন।

এ সময় জানানো হয়, এ পরীক্ষায় এক লাখ ১০ হাজার ৩৭৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১ হাজার ৪৬৬ জন।

বিজ্ঞাপন

পাসের হার ১০.৩৯ শতাংশ। গত ১০ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফলে প্রথম ও দ্বিতীয় হয়েছেন রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী যথাক্রমে আসির আনজুম খান ও খালিদ হাসান তুহিন। তৃতীয় হয়েছেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী জারিফা তাবাসসুম। তিনজনের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৯৫।সাতদিনের সেরা