kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিপিজেএর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক   

৩ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা। গতকাল শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিপিজেএর আহ্বায়ক নিখিল ভদ্র ও সদস্যসচিব কাজী সোহাগ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, বিপিজেএর আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান সম্রাট, রফিকুল ইসলাম সবুজ, গাজী শাহনেওয়াজ, শাহজাহান মোল্লা ও মিজান রহমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারীবিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া ও নির্বাহী সদস্য মো. তানভীর আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপনসাতদিনের সেরা