ঢাকা, শনিবার ১২ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২, ১৬ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ১২ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২, ১৬ মহররম ১৪৪৭

আরো দুই প্রকল্পে কমিশন বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ

  • কক্সবাজারের সার্ভেয়ার আতিকুর গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
আরো দুই প্রকল্পে কমিশন বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগভর্তি ২৩ লাখ টাকাসহ ধরা পড়া কক্সবাজার ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার আতিকুর রহমানকে গতকাল কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে কক্সবাজার থানা পুলিশ ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালতের অনুমতি সাপেক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের থেকে শুরু করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

এদিকে সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে মহেশখালীর গভীর সমুদ্রবন্দর ও বেজার অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের কমিশন বাণিজ্যে জড়িত থাকার ব্যাপক অভিযোগ রয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ কালের কণ্ঠকে বলেন, ‘শুক্রবার কক্সবাজার থেকে একটি বেসরকারি সংস্থার বিমানে সার্ভেয়ার আতিকুর ব্যাগভর্তি টাকা নিয়ে ঢাকায় বিমানবন্দরে ধরা পড়েন। সংবাদ পেয়েই আমি তাঁকে আইনের আওতায় নিয়ে আসার পরামর্শ দিই।’ তিনি আরো বলেন, একজন কর্মচারী এত বিপুল অঙ্কের টাকাসহ ধরার পড়ার ঘটনা অস্বাভাবিক। এ কারণে শুক্রবারই আতিকুরকে সাময়িক বরখাস্ত করার জন্য ভূমি মন্ত্রণালয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন জানান, শুক্রবার বিকেলেই আতিকুরকে কক্সবাজারে নিয়ে আসা হয়। এরপর ব্যাগভর্তি ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ তাঁকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ থানা পুলিশের হাতে তুলে দেন। অতিরিক্ত জেলা প্রশাসক থানায় এক লিখিত আবেদনে আতিকুরের বিপুল টাকার উত্স খুঁজে বের করে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য অনুুরোধ জানান। আবেদনটি জিডি হিসেবে রেকর্ড করে আতিকুরকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে সোপর্দ করা হয়।

একই সঙ্গে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে দুদকের কক্সবাজার সমন্বিত কার্যালয়কে অবহিত করা হয়।

সার্ভেয়ার আতিকুর রহমান সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি মহেশখালী দ্বীপের অধিগ্রহণ করা কয়েকটি মেগাপ্রকল্পের জমির ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব পেয়ে লাগামহীন দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তাঁর দায়িত্ব ছিল মহেশখালীর ধলঘাটার গভীর সমুদ্রবন্দর এবং বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি—বেজার অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ দেওয়ার। এই দুই মেগাপ্রকল্পের প্রায় এক হাজার ৫০০ একর অধিগ্রহণ করা জমির ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকার চেক দিতে গিয়ে আতিকুর বিপুল অঙ্কের কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়েন।

বিমানবন্দরে ধরা পড়ার পর গোয়েন্দাকর্মীদের জিজ্ঞাসাবাদে আতিকুর তাঁর টাকার উত্স নিয়ে দুই ব্যক্তির নাম উল্লেখ করেন।

স্থানীয়দের কাছে ‘দালাল’ হিসেবে পরিচিত তাঁরা হলেন মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের বনজামিরা গ্রামের আহমদুল্লাহ ও মাতারবাড়ী ইউনিয়নের মনহাজীর পাড়ার বাসিন্দা রেজাউল করিম আশেক।

মন্তব্য

সম্পর্কিত খবর

মোদিকে হাঁড়িভাঙ্গা আম পাঠালেন প্রধান উপদেষ্টা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মোদিকে হাঁড়িভাঙ্গা আম পাঠালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে পাঠানো হয়েছে। আমের চালান এরই মধ্যে সীমান্ত পেরিয়ে দিল্লিতে পৌঁছে গেছে। শিগগিরই সেটি প্রধানমন্ত্রী মোদির বাসভবন সাত নম্বর লোককল্যাণ মার্গে পাঠানো হবে বলেও জানা যাচ্ছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে সমপ্রতি শীতলতার আভাস দেখা গেলেও দুই দেশের সরকারপ্রধানের মধ্যে যে কূটনৈতিক সৌজন্য বজায় আছে, এই প্রীতি উপহার তারই প্রমাণ।

দিনদুয়েক আগেই মোদির নিজের রাজ্য গুজরাটে একটি সেতু ভেঙে পড়ে বহু মানুষ হতাহত হলে প্রধান উপদেষ্টা ড. ইউনূস নরেন্দ্র মোদিকে চিঠি লিখে শোক জ্ঞাপন করেছিলেন। এর আগে গত মাসে কোরবানির ঈদের সময় প্রধানমন্ত্রী মোদিও ড. ইউনূসকে চিঠি পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন।

প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে ১১ মাসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর মাত্র একবারই সশরীরে বৈঠক হয়েছে, যেটা হয়েছিল গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে। সূত্র : সংবাদ প্রতিদিন

মন্তব্য

২১ জুলাই যাত্রাবাড়ীতে মাদরাসা শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
২১ জুলাই যাত্রাবাড়ীতে মাদরাসা শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতীয়ভাবে স্মরণ করতে শিক্ষা মন্ত্রণালয় নানামুখী কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ২১ জুলাই ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তায় সর্বস্তরের মাদরাসা ছাত্র-শিক্ষকদের নিয়ে এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। ওই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে গতকাল শুক্রবার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রধান ক্যাম্পাসে এক মতবিনিময়সভা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম এবং যুগ্ম সচিব মনিরুজ্জামান ভূঁইয়া মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন।

তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে এবং মুফাসসির আবুল কাশেম গাজীর সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, জুলাইয়ে যাত্রাবাড়ী এলাকায় মাদরাসার ছাত্র-শিক্ষক ও ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি মাঠে নেমে ত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর মধ্যে তামিরুল মিল্লাত মাদরাসার ছাত্র-শিক্ষকরা অগ্রগণ্য। বিশেষ অতিথির বক্তব্যে মনিরুজ্জামান ভূঁইয়া জুলাই গণ-আন্দোলনে তামিরুল মিল্লাতের অবদানের কথা স্মরণ করে ২১ জুলাই যাত্রাবাড়ী চৌরাস্তায় মহাসমাবেশ সফল করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
তামিরুল মিল্লাতের ছাত্রদের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, এই মাদরাসার ছাত্ররা সব সময় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

 

মন্তব্য

সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা আরিফুল হকের

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা আরিফুল হকের

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সিলেট নগরের বন্দরবাজারের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই ঘোষণা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। এ সময় সাংবাদিকদের আরিফুল হক চৌধুরী বলেন, সামনে নির্বাচন। এ নির্বাচনের জন্য আমি সবার কাছে দোয়া চাই।

বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিলেট ডিভিশনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উনাকে চাই। তিনি যদি এ আসনে আসেন, তাহলে আমরা নগরবাসী তথা পুরো বিভাগের মানুষ অত্যন্ত আনন্দিত হব। আর উনি যদি কোনো কারণে আসতে না পারেন, তাহলে আমি দোয়া চাই। ২০১৮ সালে সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এবারও তিনি এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে এত দিন সিলেট-১ ও সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন ছিল। এবার সিলেট-১ আসনে তাঁর প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে সব গুঞ্জনের শেষ হলো।

 

মন্তব্য

১৩ শতাধিক পররাষ্ট্র কর্মকর্তা ছাঁটাই যুক্তরাষ্ট্রে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
১৩ শতাধিক পররাষ্ট্র কর্মকর্তা ছাঁটাই যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির পররাষ্ট্র বিভাগের ১৩ শতের বেশি কর্মকর্তাকে ছাঁটাই করেছে, যার কার্যকারিতা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক ডেপুটি সেক্রেটারি মাইকেল রিগাস গতকাল জানান, পুনর্গঠনের প্রভাবে যেসব কর্মী প্রভাবিত হবেন, তাঁদের শিগগিরই জানানো হবে।

যদিও স্টেট ডিপার্টমেন্টের কেউ প্রকাশ্যে বলেননি ছাঁটাইয়ের প্রথম নোটিশ কবে দেওয়া হবে, কিন্তু ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ ই-মেইল সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়া বাস্তবায়ন শুক্রবার থেকেই শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এজেন্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি খাপ খাওয়াতে তাঁর বহুদিনের লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপ এটি।

জানা গেছে, ছাঁটাইয়ের তালিকায় মার্কিন পররাষ্ট্র সার্ভিসের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও রয়েছেন, যাঁরা চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি হয়ে মার্কিন স্বার্থ রক্ষায় কাজ করেছেন।

এই পুনর্গঠনপ্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, একটি নতুন আন্ডারসেক্রেটারি ফর ফরেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স পদ তৈরি করা, যা এরই মধ্যে সিনেটে পাস হয়েছে। এই পদ নতুনভাবে গঠিত ব্যুরো অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবার-এর দেখভাল করবে। সূত্র : সিএনএন

মন্তব্য

সর্বশেষ সংবাদ