খুলনার মাত্তমডাঙ্গা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনজির আহমেদ ওরফে মুনজির মাস্টার হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন খুলনার খানজাহান আলী থানাধীন গিলাতলা ১ নম্বর কলোনির সরোয়ার হোসেন ওরফে সানোয়ারের ছেলে আনুয়ার হোসেন ও একই এলাকার গোলাম জিলানী মল্লিকের ছেলে আশ্রাফ আলী।
এ ছাড়া ঘটনার বিস্ফোরক অংশের রায়ে ওই দুই আসামিকে আরো সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন