kalerkantho

শুক্রবার । ৩০ সেপ্টেম্বর ২০২২ । ১৫ আশ্বিন ১৪২৯ ।  ৩ রবিউল আউয়াল ১৪৪৪

অবৈধ সম্পদ

ডিবির সাবেক ওসি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   

৩০ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক ওসি মো. আলী আকবর শেখ এবং তাঁর স্ত্রী নাজমা আকবরের বিরুদ্ধে মামলা অনুমোদন হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে এ মামলার অনুমোদন দেওয়া হয়। গতকাল বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন। শিগগিরই দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলাটি করবেন।

বিজ্ঞাপন

আলী আকবর শেখ খুলনায় কর্মরত ছিলেন।

দুদক সূত্র জানায়, অনুমোদিত মামলায় আলী আকবর শেখের স্ত্রী নাজমা আকবরকে প্রধান আসামি এবং অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতায় আলী আকবরকে দ্বিতীয় আসামি করা হয়েছে।

 সাতদিনের সেরা