kalerkantho

শুক্রবার । ৩০ সেপ্টেম্বর ২০২২ । ১৫ আশ্বিন ১৪২৯ ।  ৩ রবিউল আউয়াল ১৪৪৪

উত্তর সিটির কোরবানির হাটে ডিজিটাল লেনদেন

নিজস্ব প্রতিবেদক   

৩০ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন গাবতলী, বসিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা, উত্তরা ১৭ নম্বর সেক্টরসহ ছয়টি কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেনে বুথ স্থাপনে পাইলট প্রকল্প উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বনানীর একটি হোটেলে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি শুধু উত্তর সিটি করপোরেশনের পশুর হাট নয়, পর্যায়ক্রমে দেশের সব জায়গায় ডিজটাল লেনদেনের ব্যবস্থা হবে।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই দেশে হাটে গেলে পথে কোনো খামারির টাকা ছিনতাই হবে—তা মেনে নেওয়া যায় না। নিরাপদ লেনদেন নিশ্চিত করতে আমরা স্মার্ট হাটের উদ্যোগ নিয়েছি। ’

কোরবানির হাটে পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে কার্ড স্কিম পরিচালনাকারী প্রতিষ্ঠান—মাস্টারকার্ড, ভিসা ও আমেরিকান এক্সপ্রেস। ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন ও পরিচালনার জন্য লিড ব্যাংক হিসেবে ছয়টি বাণিজ্যিক ব্যাংক।সাতদিনের সেরা