kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

শিক্ষা

২৭ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশিক্ষা

আশা ইউনিভার্সিটি

 

আশা ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগে গত বৃহস্পতিবার নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু দাউদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ মো. ইকবাল খান চৌধুরী। অন্যদের মধ্যে ছিলেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও চেয়ারম্যান মো. সাইফুল আলম এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. গোলাম মর্তুজা মজুমদার। সংবাদ বিজ্ঞপ্তি

 

সাউথইস্ট ইউনিভার্সিটি

গত বৃহস্পতিবার সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘জাতীয় বাজেট ২০২২-২৩ : সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন।

অনুষ্ঠানে পাঁচজন শিক্ষার্থী জাতীয় বাজেটের পাঁচটি বিষয় নিয়ে নিজেদের পর্যালোচনা তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এম এ হাকিম। এ সময় বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদসহ বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান ও পরিচালক উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

ড্যাফোডিল ইউনিভার্সিটি

‘ঐতিহ্যের হাট, ব্র্যান্ডিং বাংলাদেশ’ শিরোনামে গত বৃহস্পতিবার বিশেষ এক আয়োজন অনুষ্ঠিত হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আশুলিয়ার গ্রিন ক্যাম্পাসে। এর মূল আয়োজক ছিল ডিআইইউয়ের ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বিভাগ। শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে অনুপ্রেরণা দিতে নেওয়া হয় এ উদ্যোগ।

‘ঐতিহ্যের হাট’ মেলায় বাংলাদেশের ৬৪ জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী সামগ্রী ৪৫টি স্টলের মাধ্যমে প্রদর্শন করা হয়। প্রায় ৩৯০ জন শিক্ষার্থী প্রদর্শনীর মধ্য দিয়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুত্ফর রহমান। এ ছাড়া আয়োজন পরিদর্শন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। সংবাদ বিজ্ঞপ্তি

 সাতদিনের সেরা