সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল গ্রামে কালের কণ্ঠ শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বন্যায় পানিবন্দি ৩৫০ জনের মধ্যে খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়েছে। ছবি : কালের কণ্ঠ
সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল গ্রামে কালের কণ্ঠ শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বন্যায় পানিবন্দি ৩৫০ জন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়েছে। প্রবাসীদের সহযোগিতায় গত শুক্রবার বিতরণ করা খাদ্যসাগ্রীর মধ্যে রয়েছে চাল, চিড়া, মুড়ি, বিস্কুট, খেজুর ও বিশুদ্ধ পানি।
একই দিন মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যার্ত ৩৫০ জন মানুষের মধ্যে খিচুড়ি রান্না করে নৌকাযোগে বিতরণ করেন জুড়ী শুভসংঘের সদস্যরা।
দিরাইয়ে বিতরণের সময় উপস্থিত ছিলেন শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক তাকবির হোসাইন মান্না, ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ, এমসি কলেজ শাখার সহসভাপতি সাখাওয়াত শাহিদ, দেলোয়ার হোসাইন, হিমেল আহমদ, মাজেদুল ইসলাম শিপন, মিলন মিয়া, রিপন মিয়া প্রমুখ।
বিজ্ঞাপন
জুড়ীতে বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘর সহসভাপতি কাজী আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল ঘোষ, শুভসংঘের বন্ধু মিহির দাস, নিশু দাস, তাপস দে, গৌরা সোম, রনিক দেবনাথ, পিয়াল সোম, পল্লব সোম, তূর্য দে, কাজল বৈদ্য, পিংকু দত্ত, জাকির হোসেন, মান্তু ঘোষ, আয়মন প্রমুখ।
ধল গ্রামের এক ব্যক্তি বন্যায় মানুষের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেন শুভসংঘের সদস্যদের কাছে। পরে তাঁর কাছে আশ্রয়ণ প্রকল্পের পানিবন্দি ৪০ পরিবারের খাবার তুলে দেওয়া হয়।
জুড়ী উপজেলায় খাবার পেয়ে পানিবন্দি মানুষের মুখে হাসি ফোটে। তাঁদের একজন আব্দুস সালেক (৪৪) বলেন, ‘হঠাৎ করি বন্যার কারণে আমরার জীবন অতিষ্ঠ হই গেছে। বাচ্চা-কাচ্চারা বড় কষ্টে, খাইয়া না-খাইয়া দিন পার করে। ’