সিলেট, মৌলভীবাজারসহ অন্যান্য বন্যাদুর্গত এলাকায় ত্রাণ যাচ্ছে ময়মনসিংহের ভালুকা থেকে। জেলার বিভিন্ন পেশাজীবী মানুষ ব্যক্তিগত উদ্যোগে বা সংগঠনের ব্যানারে সেখানে ত্রাণ বিতরণ করেছেন। অনেকে ত্রাণ নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সদস্য এম এ ওয়াহেদ ব্যক্তিগত উদ্যোগে ছাত্রলীগ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে নগদ অর্থ, শুকনা খাবার, স্যালাইন, পানিসহ প্রায় ২৫ লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করছেন।
বিজ্ঞাপন
ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং স্থানীয় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ত্রাণ গেছে বন্যাদুর্গত অঞ্চলে।
দলটি ২০ হাজার লোকের মধ্যে বিতরণের জন্য ১০ টন চিড়া, দুই টন গুড়, দুই লিটার করে ২০ হাজার বোতল পানি, ওষুধসহ অন্য ত্রাণসামগ্রী নিয়ে গেছে। এরই মধ্যে তাঁরা বিতরণ শুরু করেছে। হবিরবাড়ী যুবলীগ নেতা সভাপতি হানিফ মো. নিপুন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।