বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনেক কিছুই করেছেন, যার সঙ্গে আইন, সংবিধান, নীতি-নৈতিকতার কোনো সংযোগ নেই। দেশটা আর কোনো সভ্য গণতান্ত্রিক দেশ নয়, আওয়ামী লীগ একে বর্বর অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে।
গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী এলাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘অর্থমন্ত্রীর কথাই আইন নয়। তিনি অনেক কিছুই করেছেন, যার সঙ্গে আইন, সংবিধান, নীতি-নৈতিকতার কোনো সংযোগ নেই। তিনি বিদেশে টাকা পাচার করছেন এবং সেই টাকা বৈধ করার জন্য বিভিন্ন রকম আইন তৈরি করছেন।’
মির্জা ফখরুল আরো বলেন, কুমিল্লা সিটি নির্বাচনে অনেকের মধ্যে আশা সঞ্চার হয়েছিল যে নতুন নির্বাচন কমিশন চেষ্টা করবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায় কি না।
সরকারও হয়তো নির্বাচন কমিশনের কিছুটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করার চেষ্টা করবে এবং নির্বাচনে প্রভাব বিস্তার ও নিয়ন্ত্রণে নেওয়ার কাজ থেকে দূরে থাকবে। কিন্তু তার কিছুই হয়নি।