ঢাকার কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীতে গত রবিবার পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জাবের (১৯), রাহাত পাঠান (১৯), সাগর (২৬), রমজান (২৯) ও জলিল পাটোয়ারী (২২)। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু, একটি চাকু ও দুটি ছুরি উদ্ধার করা হয়।
র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ, যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোনসেটসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন।