kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

‘বিএম ডিপো ও ট্রেনে আগুনে নাশকতার যোগসূত্র আছে’

নিজস্ব প্রতিবেদক   

১৪ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘বিএম ডিপো ও ট্রেনে আগুনে নাশকতার যোগসূত্র আছে’

হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহ্মুদ জানিয়েছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো এবং সম্প্রতি দুটি ট্রেনে অগ্নিকাণ্ডের সঙ্গে নাশকতার যোগসূত্র আছে।

গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএম ডিপোর বিষয়ে আমি আগেও বলেছিলাম সেখানে নাশকতা ছিল কি না সেটা খতিয়ে দেখা দরকার। ধীরে ধীরে এটি স্পষ্ট হচ্ছে।

বিজ্ঞাপন

সিলেটের ট্রেনে আগুন লেগেছে একটা টয়লেট থেকে। খুলনাগামী একটি ট্রেন দাঁড়ানো অবস্থায় ছিল, সেটিতেও আগুন লেগেছে। মনেই হচ্ছে এর সঙ্গে নাশকতার যোগ আছে। ’

তিনি আরো বলেন, ‘সারা দেশে যে আনন্দ উল্লাস তাকে ম্লান করতে, আতঙ্ক তৈরির জন্য এগুলো করা হচ্ছে বলে আমি মনে করি। ’

 সাতদিনের সেরা