kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

ঢাবিতে নারীরা নির্যাতনের শিকার হয়েছে

নিজস্ব প্রতিবেদক   

২৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাবিতে নারীরা নির্যাতনের শিকার হয়েছে

মির্জা ফখরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যুগেও এটা দেখতে হয় যে নারীদের ওপর চরম নির্যাতন করা হচ্ছে। ’

গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, তরুণদের জেগে উঠতে হবে। সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে হবে। তিনি বলেন, ‘দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়-অত্যাচার-নির্যাতন পুরো বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এ অবস্থা থেকে পরিত্রাণে ঘুম থেকে জেগে উঠতে হবে। ’

কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় আলোচনাসভায় কবি মাহবুব হাসান, ফজলুল হক সৈকত, কবি জাকির আবু জাফর, রেজাবুদ্দৌলা চৌধুরী, শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

 

 সাতদিনের সেরা