kalerkantho

শুক্রবার । ১৯ আগস্ট ২০২২ । ৪ ভাদ্র ১৪২৯ । ২০ মহররম ১৪৪৪

সংক্ষিপ্ত

মামলা প্রত্যাহারের পর ৪৩৭ কোটি টাকায় রফা ড. ইউনূসের

নিজস্ব প্রতিবেদক   

২৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমামলা প্রত্যাহারের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের পাওনা টাকার রফা হয়েছে। শ্রমিকের অংশগ্রহণ তহবিলের ৪৩৭ কোটি টাকা দিতে হচ্ছে তাঁকে। তবে সেটিতে কম্পানির মুনাফার শতাংশ কত, তা জানা যায়নি। কম্পানি অর্থাৎ গ্রামীণ টেলিকমের মুনাফার ৫ শতাংশ দিয়ে ‘শ্রমিকের অংশগ্রহণ তহবিল’ গঠন করে ২০০৬ সাল থেকে লভ্যাংশ শ্রমিক-কর্মচারীদের মধ্যে বণ্টন করার কথা।

বিজ্ঞাপন

গতকাল রাতে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের আইনজীবী ইউসুফ আলী বলেন, ‘যতটুকু জানি হিসাব-নিকাশ করে ৪৩৭ কোটি টাকায় রফা হয়েছে। ১৭৬ জন শ্রমিক-কর্মচারী এ টাকাটা পাবেন। চেক ইস্যু করা শুরু হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি সম্পন্ন হতে  এক সপ্তাহ লেগে যেতে পারে। ’সাতদিনের সেরা