রাজধানীর ডেমরা চৌরাস্তা এলাকায় হারিয়ে যাওয়া এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল মঙ্গলবার ডিএমপির ট্রাফিক-ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা জানান, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ডেমরা চৌরাস্তায় এক শিশুকে কাঁদতে দেখেন দায়িত্বরত সার্জেন্ট ইয়াসিন ও সার্জেন্ট মনিরুল ইসলাম। তাঁরা শিশুটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলে সে মা-বাবাকে পাচ্ছে না বলে জানায়। শিশুটি তার নাম জামিউল ইসলাম বলে জানায়।
বিজ্ঞাপন