কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত বাতিল করে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ বাক্সে ভোটগ্রহণের দাবি জানিয়েছেন বিএনপিপন্থী স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। প্রশাসনের কর্মকর্তাদের বদলির দাবিও জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এগুলোসহ সাতটি দাবি জানিয়ে রিটার্নিং অফিসারকে চিঠি দেন কায়সার। পরে কুমিল্লা নগরীর ধর্মসাগর পারের বাসভবনে এক সংবাদ সম্মেলনেও দাবিগুলো তুলে ধরেন।
কুমিল্লা সিটি নির্বাচন
ইভিএম বাতিল চেয়ে রিটার্নিং অফিসারকে প্রার্থীর চিঠি
- পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বদলিসহ সাত দাবি
কুমিল্লা প্রতিনিধি

নিজাম উদ্দিন কায়সার কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদকের পদ থেকে ১৯ মে বহিষ্কৃত হয়েছেন।
চিঠি ও সংবাদ সম্মেলনে কায়সার বলেন, ‘কুসিক নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমি সমাজের বিশিষ্ট নাগরিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা, পেশাজীবী নেতা ও সাধারণ ভোটারদের সাথে আলোচনা করে নির্বাচনকে সুষ্ঠু করতে সাতটি পদক্ষেপ নিতে ইসির প্রতি দাবি জানাচ্ছি।’
অন্য দাবিগুলো ইসিকে প্রতিটি ভোটারকে ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা, সিটি করপোরেশন এলাকায় কর্মরত পুলিশের উপপরিদর্শক, পরিদর্শক, সহকারী পুলিশ সুপার ও মাঠ প্রশাসনের ইউএনও, সহকারী কমিশনারকে (ভূমি) প্রতীক বরাদ্দের আগেই বদলি, নির্বাচনের সময় পর্যন্ত আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আমাদের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার না করা, প্রতীক বরাদ্দের পর থেকে ইসির দুজন সদস্যের নেতৃত্বে কয়েকটি টিম কুমিল্লায় অবস্থান নিশ্চিত করা এবং প্রার্থীদের অভিযোগ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ম্যাসেঞ্জারসহ অন্যান্য অনলাইন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে গ্রহণ।
এ প্রসঙ্গে জানতে চাইলে কুসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নাবী চৌধুরী বলেন, ‘স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের সাতটি প্রস্তাবের চিঠিটি নির্বাচন কমিশনে পাঠিয়েছি। এ বিষয়ে কমিশন থেকে পরে সিদ্ধান্ত জানাবে।’
সম্পর্কিত খবর

ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

১৯০ বছরের ঐহিত্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের পুরনো ভবন ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত। গতকাল শুক্রবার সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভেঙে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই।

সংক্ষিপ্ত
হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি
নিজেস্ব প্রতিবেদক

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য জানান। ফয়জুল হাকিম বলেন, ‘গত ২২ জুলাই ভোর ৫টার দিকে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত কারণে বদরুদ্দীন উমরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ছবি : কালের কণ্ঠ
।