kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

চিরিরবন্দরে ট্রেনের ইঞ্জিন বিকল সাড়ে তিন ঘণ্টা

দিনাজপুর প্রতিনিধি   

২৪ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইঞ্জিন বিকল হয়ে লেভেলক্রসিংয়ে সাড়ে তিন ঘণ্টা ট্রেন আটকে যাওয়ার ঘটনায় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় চিরিরবন্দর রেলস্টেশন থেকে ৫০০ গজ দূরে জায়েদার মোড় লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন সংযোজন করে বিকল হয়ে যাওয়া ট্রেনটি সরানো হয়।

স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পরে কোনো বিকল্প ইঞ্জিন এলে খালি ওয়াগনগুলো ভারতে ফেরত পাঠানো হবে।সাতদিনের সেরা