নূরুল ইসলাম
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ হলে উত্তরাঞ্চলে ট্রেন চলাচল আরো বৃদ্ধি পাবে। ট্রেনের গতি বাড়বে। একই সঙ্গে ভারতের সঙ্গে ট্রেন যোগাযোগ বাড়বে। পণ্য পরিবহনও আরো বৃদ্ধি পাবে।
বিজ্ঞাপন
গতকাল রবিবার বিকেলে যমুনা নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন নরিও এলকেজিমা। সেতুর সিগন্যালিং ও টেলিকমিউনিকেশনের কাজটি জাপান ও ভারতের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে করবে।
সিগন্যাল ও টেলিকমিউনিকেশনের চুক্তিতে বলা হয়, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে নির্মাণ করা হচ্ছে দেশের সর্ববৃহত্ রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। মোট ৫০টি পিলারের ওপর গড়ে উঠবে ৪.৮ কিলোমিটার ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতু। ২৮ মাসের মধ্যে এই কাজ শেষ করতে বলা হয়েছে।