স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন সাঈদী (২৪) ও জোবায়ের আহাম্মেদ (২৯)। গতকাল বৃহস্পতিবার র্যাব দাবি করেছে, গ্রেপ্তারের সময় তাঁদের একজনের কাছ থেকে একটি বিদশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ৫৭৮টি ইয়াবা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
গতকাল র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাশ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সবুজবাগ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে প্রথমে সাঈদীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।