রাজধানীর গ্রিন রোডে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সাততলা থেকে পড়ে ইমাম হোসেন (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ইমাম হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ইমাম হোসেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন। তিনি ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উম্মেদ গ্রামের আক্তার হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। গ্রামে তাঁর বাবার মুরগির খামার রয়েছে।
জানা যায়, সকাল ১০টায় ইমাম হোসেনের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তিনি ৯৮ নম্বর পূর্ব রাজাবাজারে একটি মেসে থাকতেন।