kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

বাঁধে ভাঙন, লোকালয়ে পানি

প্রিয় দেশ ডেস্ক   

২০ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাঁধে ভাঙন, লোকালয়ে পানি

বরগুনার বামনা উপজেলার চেঁচান গ্রামে বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে গেছে। ছবি : কালের কণ্ঠ

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। অব্যাহতভাবে পানি বাড়ার ফলে অতিরিক্ত স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে ভাঙছে নদীর ডান তীর রক্ষা প্রকল্পের বাঁধ। এতে জনমনে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নের পুকুরিয়া-ভূতবাড়ী এলাকায় যমুনা নদীর তীর রক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার অংশ বিলীন হয়েছে।

বিজ্ঞাপন

বর্ষা মৌসুমের শুরুতেই ভয়াবহ ভাঙনের ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ জনবসতি এলাকা।

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে অব্যাহত ভাঙনে দলদলিয়া ইউনিয়নের অর্জুন ও লালমসজিদ এলাকার অন্তত ১০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া গত দুই মাসের ব্যবধানে আরো অর্ধশতাধিক পরিবারের বাড়িঘর নদীগর্ভে চলে গেছে। দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে ভাঙনকবলিত এলাকার পুরোটাই নদীগর্ভে চলে যাবে।

এদিকে বরগুনার বামনা উপজেলার বিষখালী নদী তীরবর্তী চেঁচান গ্রামে পাউবোর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পূর্ণিমার প্রভাবে বিষখালী নদীর পানি বাড়ায় প্রতিনিয়ত জোয়ারে তলিয়ে যাচ্ছে আশপাশের ছয় গ্রামের ফসলি জমি, মাছের ঘের ও রাস্তাঘাট। ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন নদীতীরের প্রান্তিক চাষিরা।  সাতদিনের সেরা