এসিডে দগ্ধ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ইয়াছমিন আকতার (২০) মারা গেছেন। ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
গত ৫ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে ইয়াছমিন আকতারকে এসিড নিক্ষেপ করা হয়। এ ঘটনার দিন রাতেই ইয়াসমিনের বন্ধু অটোরিকশাচালক মো. আজিমকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞাপন