ফুসফুসের কোষে করোনাভাইরাসকে অন্তত ৯৫ শতাংশ রুখে দিতে পারে, এমন অভিনব একটি উপায়ের খোঁজ দিলেন বিজ্ঞানীরা। কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘জার্নাল অব ভাইরোলজি’তে গত শুক্রবার। বিজ্ঞানীরা দেখালেন, ফুসফুসের কোষগুলোতে প্রবেশ ও সেই সব কোষের ভেতরে করোনাভাইরাসের দ্রুত বংশবৃদ্ধিতে সাহায্য করে ফুসফুসের কোষগুলোতে থাকা দুটি উৎসচক (এনজাইম)। সেই দুটি উৎসচককে কিভাবে বেঁধে ফেলে বা আটকে দিয়ে একেবারে নিষ্ক্রিয় করে দেওয়া যায়, তারও উপায় বাতলে দিয়েছেন গবেষকরা।
বিজ্ঞাপন
গবেষকরা দেখেছেন, করোনাভাইরাস ফুসফুসে ঢোকার পর ফুসফুসের দুটি উৎসচক ‘ফিউরিন’ ও ‘টিএমপিআরএসএস২’ ভাইরাসকে নানাভাবে সাহায্য করে। সূত্র : আনন্দবাজার পত্রিকা