বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিস-এবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দুই দিনব্যাপী অনলাইন ভার্চুয়াল চাকরির মেলার আয়োজন করেছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আইএলওর স্কিলস ২১ প্রকল্প এবং এফসিডিওর অর্থায়নে ইনোভেশন টু ইনক্লুশন (আইটুআই) প্রকল্পের সহযোগিতায় এটি আয়োজন করা হয়েছে।
মেলায় কারিগরি সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ সরকারের এটুআই প্রগ্রাম এবং বিডিজবস। মেলার মূল উদ্দেশ্য প্রযুক্তিকে ব্যবহার করে কর্মক্ষম ও দক্ষ প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের সঙ্গে কর্মদাতা প্রতিষ্ঠানের সংযোগ ঘটানো, যেন তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়।
বিজ্ঞাপন
আইএলওর স্কিলস ২১ প্রকল্পের আওতায় বিবিডিএন প্রতিবন্ধী ব্যক্তিদের কারিগরি শিক্ষায় অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। এ ক্ষেত্রে দেশে সাতটি সরকারি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং দুটি টিচার্স ট্রেনিং সেন্টারকে মডেল প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করা হচ্ছে। বিজ্ঞপ্তি