kalerkantho

শুক্রবার । ১৯ আগস্ট ২০২২ । ৪ ভাদ্র ১৪২৯ । ২০ মহররম ১৪৪৪

জন্মদিনে ‘জুস’ খেয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর কামরাঙ্গীর চরে অসুস্থ হয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে নিজের জন্মদিনে ওই শিক্ষার্থী স্থানীয় কয়েকজন তরুণসহ জুসের সঙ্গে নেশাজাতীয় পানীয় খেয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

তবে পরিবার বলছে, ওই শিক্ষার্থীকে জোর করে জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়লে গত শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

সেখানে গতকাল রবিবার ভোর ৪টায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্র জানায়, ওই শিক্ষার্থী কামরাঙ্গীর চর মুসলিমবাগ এক নম্বর গলিতে মা-বাবার সঙ্গে থাকত।

স্বজনদের অভিযোগ, ওই শিক্ষার্থীর জন্মদিন পালনের কথা বলে একই এলাকার দেওয়ান কালু, সিপন, হানিফ আলামিনসহ কয়েকজন তাকে জন্মদিনের কেক কাটার জন্য ইসলামবাগের একটি বাসায় নিয়ে যায়। পরে জুসের সঙ্গে নেশাজাতীয় কিছু খাওয়ায়।

কামরাঙ্গীর চর থানার উপপরিদর্শক এসআই হারুন অর রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।সাতদিনের সেরা