kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

কর্মকর্তা-কর্মচারীদের পাল্টাপাল্টি অবস্থান, হাতাহাতি

কুবি রেজিস্ট্রারের অপসারণ দাবিতে দপ্তরে তালা

কুমিল্লা সংবাদদাতা   

২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে রেজিস্ট্রার দপ্তরে তালা দেওয়া নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রবিবার সকাল থেকে তাঁদের একটি অংশ রেজিস্ট্রার দপ্তরে তালা লাগিয়ে এর সামনে বিক্ষোভ করতে থাকেন। আরেকটি অংশ তালা লাগানোর প্রতিবাদ করে বিশ্ববিদ্যলয়ের গোলচত্বরে অবস্থান নেন। এ নিয়ে গোলচত্বরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় ও হাতাহাতি হয়।

বিজ্ঞাপন

পরে কুবির প্রক্টর অধ্যাপক কাজী মোহাম্মদ কামাল উদ্দিন গিয়ে দুই পক্ষকে শান্ত করেন।

কর্মকর্তা-কর্মচারীরা পদোন্নতিসহ বিভিন্ন দাবি পূরণ না করার অভিযোগে রেজিস্ট্রারের পদ থেকে অধ্যাপক মো. আবু তাহেরের অপসারণ চেয়ে গত বুধবার থেকে প্রশাসনিক ভবনে আন্দোলন করছেন। এর মধ্যে একটি অংশ অন্যান্য দাবিতে অনড় থাকলেও গতকাল থেকে রেজিস্ট্রারের অপসারণ চাচ্ছেন না। অন্য অংশের দাবি, দীর্ঘদিন আশ্বাস দিয়েও দাবি পূরণ করেননি শিক্ষক থেকে অতিরিক্ত দায়িত্ব পাওয়া রেজিস্ট্রার মো. তাহের। সে জন্য তাঁকে অপসারণ করে সেখানে কর্মকর্তা থেকেই কাউকে বসাতে হবে।সাতদিনের সেরা